শ্রম অধিদপ্তর স্থাপিত হয়েছিল ব্রিটিশ ভারত বিধির মাধ্যমে। প্রাথমিকভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব ছিল শ্রমিক ও তাদের পরিবারের কল্যাণ নিশ্চিত করা সহ শ্রমিক মালিকের মধ্যে সুসম্পর্ক স্থাপন। তারই ধারাবাহিকতায় সারা বাংলাদেশে ৩২ টি শ্রম কল্যাণ কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। নরসিংদী শ্রম কল্যাণ কেন্দ্রটি বিগত ১৯৮৯ইং সনের ৫ইং সেপ্টেম্বর সাটিরপাড়াস্থ ঢাকা-নরসিংদী সড়কের পাশে ০.৫০১৩ একর জমির উপর নির্মিত হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকে এ দপ্তর নরসিংদী বিভিন্ন শিল্পাঞ্চলের শিল্প প্রতিষ্ঠান/কলকারখানায় নিয়োজিত শ্রমিকদের জন্য বিনা খরচে চিত্তবিনোদন হিসাবে খেলাধুলা, পাঠাগার, বয়স্ক শিক্ষাগার, সংগীতানুষ্ঠান ও শ্রমিক শিক্ষা প্রশিক্ষণ কোর্স প্রভৃতি সুযোগ সুবিধা এবং একজন এম.বি.বি.এস ডাক্তারের মাধ্যমে শ্রমিক/কর্মচারী ও তাহাদের পোষ্য সন্তানদের বিনা পয়সা চিকিৎসা এবং পরিবার পরিকল্পনা বিষয়ে পরামর্শ ও ঔষধ বিতরণ, বিনামূল্যে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বিতরণসহ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা বা মৃত্যুতে এবং তাদের মেধাবী সন্তানদের উচ্চ শিক্ষার জন্য আর্থিক অনুদান প্রদানের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকে।
সাংগঠনিক কাঠামো অনুযায়ী উক্ত শ্রম কল্যাণ কেন্দ্রটি মোট ১৫ জন কর্মকর্তা-কর্মচারী নিয়ে গঠিত; যেখানে প্রধান নির্বাহী কর্মকর্তা সিনিয়র মেডিকেল অফিসার।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস